বাংলা নিউজ >
দেখতেই হবে >
'আপনি কৃষকের ছেলে হলে, আমিও শ্রমিকের ছেলে', অনাস্থা বিতর্কে ধনখড় বনাম খাড়গে
Updated: 14 Dec 2024, 03:42 PM IST
Laxmishree Banerjee
অনাস্থা প্রস্তাব নিয়ে চেয়ারপার্সন জগদীপ ধনখড় এবং বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের মধ্যে তুমুল বাকযুদ্ধ রাজ্যসভায়। 'আমি একজন কৃষকের ছেলে। দুর্বলতা দেখাবো না। দেশের জন্য জীবন উৎসর্গ করব। বিরোধীদের ২৪ ঘণ্টা মাত্র একটি কাজ আছে। কৃষকের ছেলে এখানে বসে আছে কেন? আপনি কি বলছেন দেখুন, আমি অনেক সহ্য করেছি। আপনার একটি প্রস্তাব আনার অধিকার আছে কিন্তু আপনি সংবিধানকে অপমান করছেন।' রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের উদ্দেশ্যে এমনটাই বলেন চেয়ারপার্সন জগদীপ ধনখড়।