'বাংলা গান চাই না' শুনে প্রতিবাদ ইমনের! বললেন, 'ভণ্ডামি কোরো না' Updated: 07 Dec 2024, 05:35 PM IST লেখক Tulika Samadder বাংলা গান শুনতে চাই না… ইমনের কনসার্টে এমনই কথা বলেন শ্রোতা। এরপর যেভাবে গায়িকা প্রতিবাদ করলেন, তা মন ছুঁয়ে নিয়েছে বাংলার মানুষদের। ‘অন্য রাজ্যে এমনটা হলে…’, রীতিমতো ধমক লাগাতে দেখা গেল তাঁকে।