কলকাতায় কমল ‘কনটেনমেন্ট জোন’ বা সংক্রামক এলাকার সংখ্যা। তবে উত্তর ২৪ পরগনার আরও দুটি এলাকা সংক্রামক হিসেবে চিহ্নিত হল।
বৃহস্পতিবার রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রামক এলাকার সংখ্যা ১৫ টি কমে দাঁড়িয়েছে ৩১৯। হাওড়ায় সংক্রামক এলাকার সংখ্যা অপরিবর্তিত থাকলেও উত্তর ২৪ পরগনায় দুটি নতুন এলাকা ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে রাজ্যের অন্যতম করোনা প্রভাবিত জেলায় সংক্রামক এলাকার সংখ্যা বেড়ে হয়েছে ৯২। তবে দক্ষিণ ২৪ পরগনায় সংক্রামক এলাকার সংখ্যা বাড়েনি। আগের দিনের মতো ২২ টি জায়গা সংক্রামক হিসেবে চিহ্নিত রয়েছে।
অন্যদিকে, হুগলি (১৮) ও নদিয়ায় (এক) সংক্রামক এলাকার সংখ্যা অপরিবর্তিত রয়েছে। একইভাবে পূর্ব মেদিনীপুর (সাত), পশ্চিম মেদিনীপুর (পাঁচ), মালদহ (তিন) এবং পূর্ব বর্ধমানেও (এক) সংক্রামক এলাকার সংখ্যায় কোনও হেরফের হয়নি। উত্তরবঙ্গে নতুন করে কোনও জায়গাকে সংক্রামক হিসেবে চিহ্নিত করা হয়নি। আপাতত জলপাইগুড়িতে চারটি, কালিম্পঙে দুটি এবং দার্জিলিঙে দুটি সংক্রামক এলাকা রয়েছে।
রাজ্যের ‘কনটেনমেন্ট জোন’-এর পূর্ণাঙ্গ তালিকা -
কলকাতায় ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
হাওড়ায় ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
উত্তর ২৪ পরগনায় ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
দক্ষিণ ২৪ পরগনায় ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
হুগলিতে ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
নদিয়ায় ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
পূর্ব মেদিনীপুরের ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
পশ্চিম মেদিনীপুরের ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
মালদহে ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
পূর্ব বর্ধমানে ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
জলপাইগুড়িতে ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
কালিম্পঙে ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন
দার্জিলিঙে ‘কনটেনমেন্ট জোন’ - ক্লিক করুন