বাংলা নিউজ > দেখতেই হবে > Video: প্রসঙ্গে সিন্ধু জল চুক্তি সংশোধন! পাকিস্তানের ওপর প্রেশার গেম চালু রাখল ভারত

Video: প্রসঙ্গে সিন্ধু জল চুক্তি সংশোধন! পাকিস্তানের ওপর প্রেশার গেম চালু রাখল ভারত

সিন্ধু জলচুক্তি সংশোধন নিয়ে এবার পাকিস্তানকে নোটিস পাঠাল ভারত। উল্লেখ্য, সিন্ধু নদের জলচুক্তি ঘিরে যে জটিলতা রয়েছে তা দীর্ঘ ৬২ বছরের। সূত্রের দাবি, সিন্ধুনদের জলচুক্তির পরিবর্তন করতে পাকিস্তানকে নোটিস পাঠিয়েছে ভারত। কিসেনগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ করার কথা বলা হয়েছে নোটিসে। ওই দুই প্রকল্প ঘিরে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যেই দিল্লির এই নোটিস গিয়েছে ইসলামাবাদে। ৯০ দিনের সময়সীমার ডেডলাইন রয়েছে ইসলামাবাদের কাছে। পাকিস্তানের ওপর চাপ বাড়িয়ে ভারত আহ্বান জানিয়েছে অন্তঃসরকারি আলোচনায় বসার জন্য।