দ্বিতীয় টেস্টের আগের দিন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ব... more
দ্বিতীয় টেস্টের আগের দিন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বললেন যে প্রথম টেস্টে হারলেও সেখান থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় টেস্টে খেলবে দল। প্রথম ম্যাচে দশ উইকেটে হেরেছে কোহলি বাহিনী। শাস্ত্রী বলেন যে দল একটু রক্ষণশীল ছিল। একই সঙ্গে নিউ জিল্যান্ড পরিবেশের সেরা সুযোগ নিয়েছে বলে জানান তিনি। মাঝে মাঝে হার হলে শেক-আপ হয় বলে জানান শাস্ত্রী। সেটা খুব একটা খারাপ নয় বলেই তাঁর অভিমত। অশ্বিন যে ব্যাটে রান পাচ্ছেন না, সেই কথা তুলে ধরে তিনি ইঙ্গিত দেন প্রথম একাদশে সম্ভবত আসবেন রবীন্দ্র জাডেজা।