বাংলা নিউজ >
দেখতেই হবে >
India-Mongolia joint military exercise: দুর্গম পাহাড়ের মাঝে চলল ভারত-মঙ্গোলিয়া যৌথ সেনা মহড়া!
Updated: 16 Jul 2024, 11:14 PM IST
Sritama Mitra
মেঘালয়ের রিভোইতে চলছে ১৬ তম ভারত-মঙ্গোলিয়া যৌথ সেনা মহড়া। 'নোম্যান্ডিক এলিফ্যান্ট ২০২৪' শীর্ষক এই সেনা মহড়া চলতে থাকে। দুর্গম পাহাড়ের উপত্যকায় মেঘালয়ে এই মহড়া চলে। গত ৩ জুলাই থেকে এই মহড়া চলছে। সেই রুদ্ধশ্বাস দৃশ্যগুলি হয়েছে ভিডিয়োবন্দি। আজ ছিল এই যৌথ মহড়ার শেষ দিন। সমাপ্তি অনুষ্ঠান উণরোইতে আয়োজিত হয়।