বাংলা নিউজ > দেখতেই হবে > Video: মাঝ সমুদ্রে বিধ্বস্ত মার্চেন্ট ভেসেল! ডুবন্ত জাহাজ উদ্ধারে কোস্ট গার্ড

Video: মাঝ সমুদ্রে বিধ্বস্ত মার্চেন্ট ভেসেল! ডুবন্ত জাহাজ উদ্ধারে কোস্ট গার্ড

আরব সাগরের মাঝে তখন রুদ্ধশ্বাস পরিস্থিতি। প্রায় ডু... more

আরব সাগরের মাঝে তখন রুদ্ধশ্বাস পরিস্থিতি। প্রায় ডুবতে বসেছিল মার্চেন্ট ভেসেল 'MT Global King'। সেই অবস্থা থেকে তাকে উদ্ধারে নামে ভারতীয় কোস্ট গার্ড। আরব সাগরে গুজরাত বন্দরের কাছে এই ঘটনাটি ঘটে যায়। এরপরই ওই ডুবন্ত জাহাজের ২২ জনকে উদ্ধার করে ALH Dhruv হেলিকপ্টার। জানা গিয়েছে, 'MT Global King' এর তরফে উদ্ধারের জন্য অ্যালার্ট আসতেই ময়দানে নামে কোস্ট গার্ড। ভারতীয় কোস্টগার্ডের এই হেলিকপ্টার ২২ জন ক্রিউ সদস্যকে রক্ষা করেছে।