বাংলা নিউজ > দেখতেই হবে > SCO Video: ভারতে এসে সীমান্ত-শান্তি নিয়ে বার্তা চিনের বিদেশমন্ত্রীর! জয়শঙ্কর-কুয়েন সাক্ষাতে কী ঘটল?

SCO Video: ভারতে এসে সীমান্ত-শান্তি নিয়ে বার্তা চিনের বিদেশমন্ত্রীর! জয়শঙ্কর-কুয়েন সাক্ষাতে কী ঘটল?

সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন চিনের বিদেশমন্ত্রী। চিনের বিদেশমন্ত্রী কুয়েন গ্য়াংয়ের সঙ্গে বৃহস্পতিবার বিশেষ সাক্ষাৎ হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। দুই বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনায় স্বভাবতই প্রসঙ্গ ওঠে, সীমান্ত ইস্যু নিয়ে। লাদাখে উত্তেজনা পরবর্তী সময়ে এই আলোচনা দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। পূর্ব লাদাখে সীমান্ত সংক্রান্ত সমস্যা মিটিয়ে, শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য এদিন আলোচনা হয়েছে। চিনের বিদেশমন্ত্রী বলেন, যাতে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে, সেই দিকে দুই দেশের নজর দেওয়া প্রয়োজন। দুই দেশের রাষ্ট্রনেতাদের ঐক্যমতকে বাস্তবের মাটিতে কার্যকর করার বিষয়ে তিনি জোর দেন। উল্লেখ্য, ভারত সফরের পর চিনের বিদেশমন্ত্রীর সফর রয়েছে পাকিস্তানে। তার আগে, গোয়ায় এসসিওর বৈঠকে যোগ দেন তিনি। শুক্রবার বৈঠকের আগে, এস জয়শঙ্কর, কুয়েনকে স্বাগত জানান 'নমস্কার' জানিয়ে। তখন চিনা ঐতিহ্য মেনে কুয়েন 'ফিস্ট অ্যান্ড পাম স্যালুট' বা 'মুষ্ঠি ও তালু স্যালুট' তুলে ধরেন।