বাংলা নিউজ >
দেখতেই হবে >
71th Miss World Pageant: মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়, বেনারসি পরে হাঁটলেন সিনি, শাড়ির দাম জানেন?
Updated: 22 Feb 2024, 03:29 PM IST
লেখক Ranita Goswami
#missworld2024 #sinishetty #reels #banarasi #Jioconventionworldcenter দীর্ঘ দু'দশক পর দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে মিস ওয়ার্ল্ড-২০২৪।চলতি বছরের ৯ মার্চ মুম্বইয়ের জিও কনভেনশন ওয়ার্ল্ড সেন্টারে মিস ওয়ার্ল্ডের মুকুট পরানো হবে জয়ী প্রতিযোগীর মাথায়৷ দিল্লির দ্য অশোক হোটেলে শুরু হয়েছে প্রাক প্রতিযোগিতার পর্ব। মঙ্গলবার সন্ধ্যেয় দিল্লির দ্য অশোকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান ছিল৷ সেখানে বিভিন্ন দেশের মোট ১১৫ জন তরুণী নিজের দেশের জাতীয় পোশাকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেন৷ এবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সিনি শেট্টি। ২০২২ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা জিতেছিলেন তিনি।