বাংলা নিউজ >
দেখতেই হবে >
টলি তারকাদের উপস্থিতে পালিত হল 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস'!
Updated: 26 Jun 2024, 10:11 PM IST
Sayani Rana
টলি তারকাদের নিয়ে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস' উদযাপন করল আলিপুরের বডিগার্ড লাইন। মাদকের কবল থেকে সমাজকে বাঁচানোর লক্ষ্যে প্রতি বছর ২৬ জুন পালিত হয় এই বিশেষ দিবস'। এ বছর পদযাত্রা ও নানা প্রচারমূলক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয়েছে। বডি গার্ড লাইনে এবং পিটিএস থেকে পদযাত্রা করা হয়। তারপর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিদের উপস্থিতিতে পতাকা উত্তোলন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগের ক্যাবিনেট মন্ত্রী ডা. শশী পাঁজা।পাশাপাশি হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।তিনি ছাড়াও টলি তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, ইশা সাহা, সন্দীপ্তা সেন। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।