বাংলা নিউজ >
দেখতেই হবে >
মাঝে নাকি ঝগড়া চলছিল অঙ্কিতা-সৌম্যদীপের! বেনারস মিলিয়ে দিল জগদ্ধাত্রী-সয়ম্ভূকে
Updated: 14 Dec 2024, 12:45 PM IST
লেখক Tulika Samadder
বোঝো কাণ্ড! বেনারসের রাস্তায় একসঙ্গে চাট খাচ্ছিলেন। হঠাৎই নিজের ‘নায়ক’ সয়ম্ভূকে ভেংচি কেটে চলে গেল জগদ্ধাত্রী। মাঝে হঠাৎই শোনা যায়, সেটে নাকি একেবারে বনিবনা হচ্ছে না অঙ্কিতা ও সৌম্যদীপের। আর অবস্থা এমন যে দুজনে একসঙ্গে কোনো সিন করতেও পারছেন না!
যদিও বেনারসে দুজনকে বেশ খোশ মেজাজেই পাওয়া গেল। ধারাবাহিকেও কদিনের মধ্যে দুজনের মিল দেখানো হবে। সব মিলিয়ে এই দুই অভিনতার ভক্তদের একেবারে সোনায় সোহাগ।