বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'মিস্টার ডেরেক ও ব্রায়ান.. কোন সাহসে আপনি..' রাজ্যসভায় ক্ষোভে ফুঁসে উঠলেন ধনখড়! কোন প্রসঙ্গে?
Updated: 08 Aug 2024, 06:01 PM IST
Sritama Mitra
অলিম্পিক্স ২০২৪ এ ফাইনালে ওঠার পর 'Disqualified' ঘোষণা করা হয়েছে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগটকে। ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ার ফলে তাঁকে অলিম্পিক্স থেকে বাতিল করা হয়েছে। সেই বড় ধাক্কা দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য বেদনাদায়ক। এর রেশ এসে পড়ে সংসদেও। রাজ্যসভায় ভিনেশকে নিয়ে বক্তব্য রাখার জন্য অনুমতি চাইতে থাকেন বিরোধীরা। সরব হন ডেরেক ও ব্রায়ান। তখনই রাজ্যসভার চেয়ারম্যান পদে থাকা জগদীপ ধনখড় ডেরেকের প্রতি বক্তব্য রাখেন। তিনি বলেন,'মিস্টার ডেরেক ও ব্রায়ান.. কোন সাহসে আপনি চেয়ারকে লক্ষ্য করে চেঁচাচ্ছেন?' একরাশ ক্ষোভ উগরে দেন জগদীপ ধনখড়। তিনি বলেন, 'আপনার conduct এই হাউসে সবচেয়ে খারাপ।' এদিকে বিরোধীরা ওয়াক আউট করে। ভিনদেশকে নিয়ে জগদীপ ধমখড় বলেন,'মেয়েটির জন্য গোটা দেশ যন্ত্রণায় কাতর।' তিনি বলেন, পরিস্থিতির রাজনীতিকরণ করা ' ওই মেয়েটির প্রতি অসম্মানের।'