বাংলা নিউজ > দেখতেই হবে > SCO Video :করমর্দন নয় বিলাওয়ালকে 'নমস্কার' জানিয়ে স্বাগত জানালেন জয়শঙ্কর, দিলেন সন্ত্রাস নিয়ে পাঠ!

SCO Video :করমর্দন নয় বিলাওয়ালকে 'নমস্কার' জানিয়ে স্বাগত জানালেন জয়শঙ্কর, দিলেন সন্ত্রাস নিয়ে পাঠ!

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর হাইভোল্টেজ সম্মেলন আয়োজিত হয়েছে গোয়ায়। এসসিও-ভূক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের নিয়ে এই বৈঠক আয়োজিত হয়েছে। আর সেখানে যোগ দিতেই ভারতের মাটিতে পা রাখলেন পাক বিদেশমন্ত্রী।পাক বিদেশমন্ত্রী বিলাওয়ালের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ ছিল এদিনে সকলের নজরে। পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর প্রথম সাক্ষাৎ থেকেই কার্যত দিল্লি বুঝিয়ে দিল অবস্থান। দেখা গেল, করমর্দনের জায়গায় বিলাওয়ালকে 'নমস্কার' জানাচ্ছেন জয়শঙ্কর। এখানেই শেষ নয়। বিলাওয়ালের উপস্থিতিতে সম্মেলনে সন্ত্রাস নিয়ে ঝোড়ো বার্তা দেন জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী বলেন, 'আমরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোন যুক্তি হতে পারে না'। তিনি সমস্তরকমের সন্ত্রাস রুখতে আহ্বান জানান।