বাংলা নিউজ >
দেখতেই হবে >
Muharram in Jammu and kashmir Video: কাশ্মীরের ডাল লেকে মহরম ঘিরে কিছু দৃশ্য একনজরে
Updated: 17 Jul 2024, 07:00 PM IST
Sayani Rana
বুধবার দেশের নানা প্রান্তে মহরম পালন করা হচ্ছে। ব্যতিক্রম নয় জম্মু-কাশ্মীরও। সেখানেও শ্রীনগরের ডাল লেকে দেখা গেল এই দৃশ্য। মহরম উপলক্ষে একটি বিশেষ শোভাযাত্রাও আয়োজন করা হয়েছে। এই নিয়ে দু'বছর এখানে মহরমের শোভা যাত্রা করা হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানের সময় আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আর এর দায়ভার দেওয়া হয়েছে স্থানীয় পুলিশদের উপর। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।