Updated: 15 Jan 2025, 12:12 AM IST
Laxmishree Banerjee
নবম সশস্ত্র বাহিনী ভেটেরান্স দিবসের অনুষ্ঠানে পাকিস্তানকে চোখ রাঙালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, জম্মু ও কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর ছাড়া অসম্পূর্ণ। পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের জন্য একটি বিদেশী ভূখণ্ড ছাড়া আর কিছুই নয়। এদিন প্রতিরক্ষা মন্ত্রী জম্মু ও কাশ্মীরের আখনুর থেকে পাক অধিকৃত কাশ্মীরে নির্মিত সন্ত্রাসীদের লঞ্চিং প্যাড নিয়েও পাকিস্তানের নিন্দা করেছেন। কড়া সুরে পাকিস্তানের নাম নিয়ে তিনি বলেন, 'পাকিস্তানের উচিত পিওকে-তে তৈরি সন্ত্রাসীদের লঞ্চিং প্যাড সরিয়ে ফেলা, অন্যথায় ডট ডট ডট।'