বাংলা নিউজ > দেখতেই হবে > Janmashtami 2023: জন্মাষ্টমীতে বর্ধমানের ২০০ বছরের পুজো থেকে ভারত সেবাশ্রম সংঘের আয়োজন, উৎসবের ছবি একনজরে

Janmashtami 2023: জন্মাষ্টমীতে বর্ধমানের ২০০ বছরের পুজো থেকে ভারত সেবাশ্রম সংঘের আয়োজন, উৎসবের ছবি একনজরে

জন্মাষ্টমী উপলক্ষ্যে দিকে দিকে উৎসবের রেশ। বর্ধমানে ২০০ বছরের পুরনো পুজো আজও সমাদরে হয় রাধা বল্লভ মন্দিরে। সেখানে সকাল থেকেই উৎসবের মেজাজ ধরা দিয়েছে। সকাল থেকেই মন্দিরে রয়েছে ভক্ত সমাগম। মন্দিরের পুজো নিয়ে উঠে এল নানান তথ্য। এদিকে পুজো ঘিরে সাজো সাজো রব মুর্শিদাবাদের কান্দিতে। সেখানে রাধাবল্লভ জিউর মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এছাড়াও কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘেও এদিন জন্মাষ্টমী পুজোর আয়োজন ছিল চোখে পড়ার মতো।