বাংলা নিউজ > দেখতেই হবে > Video: জন্মাষ্টমীতে দুর্গাপুজোর আগে কাঠামো পুজো থেকে কাদা খেলা! রাজবাড়ি থেকে গ্রামের উঠোনে একনজর

Video: জন্মাষ্টমীতে দুর্গাপুজোর আগে কাঠামো পুজো থেকে কাদা খেলা! রাজবাড়ি থেকে গ্রামের উঠোনে একনজর

জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ বাংলার দিকে দিকে উৎসবের রেশ। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে এদিন ছিল সাজো সাজো রব। এই বাড়ির দুর্গাপুজো প্রায় ৫০০ বছরেরও প্রাচীন। রাজবাড়ির প্রাঙ্গণ আজ মেতে ছিল দুর্গাপুজোর আগে কাঠামো পুজো নিয়ে। এই কাঠামো পুজোর পরই শুরু হয় কাদা খেলা। কাদা নিয়ে চলে এই খেলা। আর তার সঙ্গেই এবাড়িতে পুজোর প্রস্তুতি শুরু হয়। রাজবাড়ির প্রাঙ্গণ থেকে নজর রাখা যাক গ্রামের উঠোনে। জলপাইগুড়ি সদর ব্লকের বারোপেটিয়া গ্রামের। সেখানে জন্মাষ্টমীর দুপুরে দাস বাড়ির উঠোনে আয়োজিত হল কাঁদো খেলা। অনেকেই এটিকে দধি কাদা খেলা বলে উল্লেখ করে থাকেন।