Updated: 09 Jun 2022, 07:37 PM IST
লেখক Sritama Mitra
কোভিডের জেরে দীর্ঘদিন ধরে বহু দেশেই পর্যটন ব্যবসা ... more
কোভিডের জেরে দীর্ঘদিন ধরে বহু দেশেই পর্যটন ব্যবসা বিপাকে পড়েছে। অন্যদিকে কোভিডের জেরে বহু এলাকাতেই রুদ্ধ ছিল বিভিন্ন উৎসব। জাপানের মিকোশি উৎসব তেমনই একটি পর্ব। সেখানে রঙ বাহারি পালকি নিয়ে চলে অনুষ্ঠান। এই অনুষ্ঠান পালিত হয় জাপানের আসাকুসাতে। করোনার জেরে সেখানে পর্যটকদের আনাগোনা ৩০ শতাংশ থেকে ২ শতাংশে এসে দাঁড়িয়েছে। তবে মনে করা হচ্ছে যে এবার সেই খরা কাটবে। মূলত এই পবিত্র ধর্মীয় উৎসবে ১০০০ টি পালকি নিয়ে যাওয়া হয়। তবে করোনা আতঙ্কে তার সংখ্যা ১০০ তে নামিয়ে আনা হয়েছে। আশা করা হচ্ছে এই অনুষ্ঠান ঘিরেই এবার পর্যটকদের ভিড় জমতে শুরু করবে।