Updated: 14 Jun 2022, 12:59 PM IST
লেখক Sritama Mitra
এই ঘটনা উত্তরাখণ্ডের। সেখানের কাশীপুরের সড়ক ছিল ব... more
এই ঘটনা উত্তরাখণ্ডের। সেখানের কাশীপুরের সড়ক ছিল ব্যস্ত। ব্যস্ত ট্রাফিকের মধ্যে বিভিন্ন গাড়ির চলাচল সামলাচ্ছিলেন সিটি পেট্রোল ইউনিট জওয়ান। বিভিন্ন গাড়ির চলাচলের মাঝে আচমকা জওয়ান সুন্দর শর্মা লক্ষ্য করেন যে একটি চলন্ত টোটো থেকে পড়ে যায় একটি শিশু। শিশু যেখানে পড়ে তার সামনেই আচমকা চলে আসে একটি চলন্ত বাস। মুহূর্তের তৎপরতায় শিশুকে বাঁচিয়ে মায়ের কোলে তুলে দেন এই জওয়ান।