Updated: 15 Sep 2023, 09:35 PM IST
লেখক Subhasmita Kanji
মাত্র এক সপ্তাহে সাফল্যে ডগমগ জওয়ান। আটদিনে বিশ্বজুড়ে ৬৮০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে এই ছবি। জওয়ানের সাকসেস ইভেন্টে এসে ছবির নানা অজানা তথ্য বললেন খোদ শাহরুখ খান। নাচলেন দীপিকার সঙ্গে। করলেন বিজয়ের সঙ্গে ব্রোম্যানস।