Updated: 15 Mar 2022, 10:53 PM IST
লেখক Sritama Mitra
কেউ মাথার লাল আবির সমাদরের সঙ্গেই লাগিয়ে দিলেন মুখ... more
কেউ মাথার লাল আবির সমাদরের সঙ্গেই লাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর সাদা পাঞ্জাবিতে। কেউ আবার তাঁকে কাছে পেয়েই জড়িয়ে ধরলেন। ঝাড়খণ্ড বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ সমস্ত বিধায়করা মাতলেন রঙের আনন্দে। রাজনৈতিক রঙ ছাপিয়ে হোলির আনন্দে সকলে মেতে উঠলেন। চলল 'রং বরসে' গান। উৎসবে মাতোয়ারা হলেন মন্ত্রী, বিধায়করা।