Updated: 28 Aug 2023, 11:40 PM IST
Sritama Mitra
ঐতিহ্য ও আচার মেনে মায়াপুরের ইসকনে পালিত হচ্ছে ঝুলন উৎসব। ৫ দিন ব্যাপী এই উৎসবের জন্য রাজকীয় আয়োজন করা হয়েছে ইসকন চত্বরে। রয়েছে নাম সংকীর্তন, ধর্মীয় বিধি মেনে পুজো। মায়াপুরের ঝুলন উৎসব এবছর ৩৯ তম বর্ষে পদার্পন করল। আগামী ৩১ অগস্ট পূর্ণিমা তিথি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে বলে জানা যাচ্ছে। মায়াপুরের ইসকন চত্বরে প্রতিদিন বিকেল ৫ টা থেকে পয়েছে এই বিশেষ উৎসব ঝুলনকে ঘিরে।