মাথায় পাঁচটি স্টিচ, মোটা প্লাস্টার। তবুও অকুতোভয় জ... more
মাথায় পাঁচটি স্টিচ, মোটা প্লাস্টার। তবুও অকুতোভয় জেএনইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ। পরিকল্পিত ভাবে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি ঐশীর। তাঁর দাবি যে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ও কিছু আরএসএস প্রভাবিত শিক্ষক এই হামলার নেপথ্যে। রবিবার জেএনইউতে কিছু অজ্ঞাতপরিচয় যুবক মুখোশ পরে তাণ্ডব চালায়। তারা বিভিন্ন হস্টেলে হামলা চালায়। আহত হন ঐশী ও প্রায় তিরিশজন পড়ুয়া। আহত হন কিছু প্রতিবাদী শিক্ষক-শিক্ষিকাও। জেএনইউ-র ভাইস চ্যান্সেলরের এদিন ইস্তফার দাবি করেন ঐশী। তিনি বলেন যে এই আক্রমণে তাঁরা পিছু হটবেন না ও বিজেপি-এবিভিপির বিরুদ্ধে সংগ্রাম চলবে। রবিবার গতকাল প্রায় ৩০ জন তাঁকে টার্গেট করে মেরেছে বলে দাবি ঐশীর। তাঁরা যে গাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সেটিকেও ভাঙা হয় বলে জানান তিনি। লোহার রড দিয়ে তাদের মারা হয়েছে বলেও দাবি করেন ঐশী ঘোষ।