বাংলা নিউজ > দেখতেই হবে > Kalyan Banerjee Video: কেঁদে ফেললেন কল্যাণ, চোখে জল নিয়ে 'মা.. মা..' ডাক তৃণমূল সাংসদের কণ্ঠে

Kalyan Banerjee Video: কেঁদে ফেললেন কল্যাণ, চোখে জল নিয়ে 'মা.. মা..' ডাক তৃণমূল সাংসদের কণ্ঠে

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের খবরে। শ্রীরামপুরের গান্ধী ময়দানের পুজোতে দেবীর সামনে সোমবার তাঁর ফের একবার আবেগপ্রবণ দৃশ্য প্রকাশ্যে আসে। দাপুটে রাজনীতিবিদ ছাড়াও তাঁর অন্যতম পরিচিতি তিনি তৃণমূল সাংসদ। আর তাঁকেই সন্ধিপুজোর সময় শ্রীরামপুরের পুজোয় আবেগপ্রবণ হতে দেখা গেল। 'মা.. মা..' করে ডাকের সঙ্গেই তাঁর চোখে আসে জল। ততক্ষণে আরতি করছেন পুজোহিত। সন্ধিপুজোর সময়কালে জোরে বাজছে ঢাক। তারই মাঝে আবেগপ্রবণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে 'মা.. মাগো' বলতে শোনা যায়।