বাংলা নিউজ >
দেখতেই হবে > Kalyan Banerjee Video: বাঁকুড়ায় নিজের আদিবাড়ির পুজোয় কালীমূর্তি ছুঁয়ে কান্না কল্যাণের, কী চাইলেন দেবীর কাছে?
Kalyan Banerjee Video: বাঁকুড়ায় নিজের আদিবাড়ির পুজোয় কালীমূর্তি ছুঁয়ে কান্না কল্যাণের, কী চাইলেন দেবীর কাছে?
Updated: 01 Nov 2024, 04:59 PM IST Sritama Mitra গতকাল রাতের পর শুক্রবার সকাল থেকে বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়ির মন্দিরে কালী পুজো করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীপুজোয় নিজের আদিবাড়িতে কল্যাণ প্রতি বছরই আসেন। এবারেও তার অন্যথা হয়নি। এদিন দেখা গেল পুজোর সময় হাউহাউ করে কান্নায় ভেঙে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেবী মূর্তি ছুঁয়ে তিনি কাঁদতে থাকেন।