বাংলা নিউজ >
দেখতেই হবে >
Kanchan-Sreemoyee: কাঞ্চনের হাত ধরে নীল সমুদ্রের জলে পা ভিজিয়ে শ্রীময়ী বলছেন, 'তেরে বিন শো নেহি সকতা...'
Updated: 05 Jul 2024, 01:58 PM IST
লেখক Ranita Goswami
#sreemoyeechattoraj #kanchanmullick #maldives #reel সামনে নীল অনন্ত সমুদ্র, আর সৈকতে সাদা বালিয়াড়ি। তার উপর দিয়ে খালি পায়ে হাত ধরাধরি করে হাঁটলেন কাঞ্চন-শ্রীময়ী। কাঞ্চনের পরনে নীল ট্রাউজার, আর নীল ফ্লাওয়ার প্রিন্টেড সাদা শার্ট, আর শ্রীময়ী পরেছিলেন শর্ট গোলাপী রঙের গাউন, আর পায়ে নুপূর। আর মাঝে মাঝেই নীল সমুদ্রের ঢেউ এসে তাঁদের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। বরের সঙ্গে রোম্যান্টিক এই ভিডিয়োটি নীতি মোহনের 'তু হ্যায় তো গম না আতে হ্যায়… তেরে বিন শো নেহি সকতে, কিসিকে হো নেহি সকতে…' গানের সঙ্গে শেয়ার করেছেন কাঞ্চনের নতুন বউ। ক্যাপশানে দিয়েছেন ‘ট্রেন্ডিং’। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en