বাংলা নিউজ >
দেখতেই হবে >
কাশীতে 'হর হর মহাদেব' ধ্বনি কঙ্গনার কণ্ঠে! জ্ঞানবাপী মসজিদ প্রসঙ্গ উঠতেই কী বললেন?
Updated: 19 May 2022, 10:50 PM IST
লেখক Sritama Mitra
কাশী বিশ্বনাথ ধামে পুজো দিলেন কঙ্গনা রানাওয়াত। 'মন... more
কাশী বিশ্বনাথ ধামে পুজো দিলেন কঙ্গনা রানাওয়াত। 'মনিকর্ণিকা' ফিল্মের অভিনেত্রীর কণ্ঠে উঠে এল হর হর মহাদেব ধ্বনি। 'ধাকড়' ফিল্মের গোটা টিম নিয়ে তিনি বুধবার কাশীতে পুজো দেন। উল্লেখ্য, সামনেই মুক্তি পেতে চলেছে কঙ্গনার ফিল্ম 'ধাকড়'। তার আগে এই পুজো দিয়ে তিনি ফিল্মের সাফল্য কামনা করেছেন বলে জানান অভিনেত্রী। এদিন তাঁর কণ্ঠে 'হর হর মহাদেব' ধ্বনি শোনা যায়। সাংবাদিকদের মুখোমুখি হন কঙ্গনা। সেখানেই প্রসঙ্গ ওঠে বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ ঘিরে সাম্প্রতিক পরিস্থিতির। আর তার জবাবে মুখ খোলেন অভিনেত্রী।