বুধবার সিপিআই নেতা কানহাইয়া কুমারের গাড়ি লক্ষ্য ক... more
বুধবার সিপিআই নেতা কানহাইয়া কুমারের গাড়ি লক্ষ্য করে পাথরবাজি হল বিহারের সোপৌলে। কানহাইয়ার চোট না লাগলেও আহত দুই। এদিন সিএএ ও এনআরসির বিরুদ্ধে প্রচারের জন্য বিহারের ওই শহরে যান কানহাইয়া। সেখানে মানুষ তাঁর গাড়ির দিকে পাথরবাজি করেন। জনগণমন যাত্রার জন্য ওই অঞ্চলে গিয়েছিলেন কানহাইয়া।