বনি কাপুর-অনিল কাপুর-সঞ্জয় কাপুরের পিতা, প্রয়াত ... more
বনি কাপুর-অনিল কাপুর-সঞ্জয় কাপুরের পিতা, প্রয়াত বলিউড প্রযোজক সুরিন্দর কাপুরের নামে মুম্বইয়ের চেম্বুরে তৈরি হল একটি চক। বৃহস্পতিবার সেই চকের আনুষ্ঠানিক উদ্বোধন সারলেন কাপুর পরিবারের দুই কন্যা সোনম ও জাহ্নবী। অনুষ্ঠানে সামিল হয়েছিল গোটা পরিবার। ২০১১ সালে মৃত্যু হয় সুরিন্দর কাপুরের। ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার গিল্ডেরও সভাপতি ছিলেন তিনি(১৯৯৫-২০০১)।জুদাই, সিরফ তুম, পুকার, হামারা দিল আপকে পাস হ্যায়, নো এন্ট্রির মতো একাধিক হিট ছবির প্রযোজক ছিলেন তিনি।