Updated: 13 Jul 2024, 02:52 PM IST
Sayani Rana
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ১২ জুলাই শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টর মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। শুক্রবার সন্ধ্যা থেকেই তাঁদের বিয়ের রেড কার্পেটে বসেছে চাঁদের হাট। ভারতীয় পোশাকে নজরকেড়ে ছিলেন ক্যাটরিনা। সোনালি জড়ি দিয়ে কাজ করা লাল রঙের শাড়ি, সঙ্গে ফুল স্লিভ ব্লাউজ পরে বরের হাত ধরে অনন্ত-রাধিকার বিয়েতে হাজির হন নায়িকা। ভিকির পরনে ছিল সোনালি কাজ করা আইভরি রঙের শেরওয়ানি, সঙ্গে মানানসই পাজামা। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।