বাংলা নিউজ > দেখতেই হবে > Kejriwal Video: বাঁধ মানলনা চোখের জল! শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনে মণীশ সিসোদিয়া প্রসঙ্গে আবেগঘন কেজরিওয়াল

Kejriwal Video: বাঁধ মানলনা চোখের জল! শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনে মণীশ সিসোদিয়া প্রসঙ্গে আবেগঘন কেজরিওয়াল

দিল্লিতে এক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে তাঁর বক্তব্যে প্রসঙ্গ ওঠে প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার। বর্তমানে আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি মণীশ সিসোদিয়া। তিনি পদত্যাগ করেছেন দিল্লির শিক্ষামন্ত্রীর পদ থেকে। আর তাঁর কথাই বুধবারের এই অনুষ্ঠানে মনে পড়ে গেল কেজরিওয়ালের। সিসোদিয়া প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, 'ওঁর স্বপ্ন ছিল যে সব শিশুই যেন ভালো শিক্ষা পায়।' এরপরই বিজেপিকে টার্গেট করেন কেজরিওয়াল। তিনি বলেন, ভুয়ো অভিযোগে 'এত ভালো মানুষকে জেলে রেখেছে তারা'।