Dog attacks boy video: বালকের হাতের তালু কামড়ে ধরে এগোলো মত্ত কুকুর! ভয়াবহ কাণ্ড সিসিটিভি বন্দি
Updated: 14 Sep 2022, 10:06 PM ISTএই ছবি কেরলের কোঝিকোডের। সেখানের এই ৫০ সেকেন্ডের ভিডিয়োয় উঠে এসেছে মত্ত কুকুরের নারকীয় কাণ্ড। ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে, সাইকেলে চেপে এক বালক গলির মধ্যে ঘুরছিল। ছুটে এসে এক রাস্তাচলতি কুকুর তাকে সাইকেল থেকে ফেলে দেয়। শুধু সাইকেল থেকে ফেলে দেওয়াই নয়, মাটিতে ওই বালক পড়ে যাওয়ার পর তাকে আঁচড়ে কামড়ে দিতে থাকে কুকুরটি। এরপর বালকের হাতের তালুকে কামড় বসিয়েও তা ছাড়তে চায়নি মত্ত কুকুরটি। এই নারকীয় কাণ্ডে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে কেরলে ক্রমাগত ব়্য়াবিসের আতঙ্ক দানা বাঁধছে, সেখানে এই ঘটনা রীতিমতে আতঙ্ক তৈরি করেছে।