বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mahakumbh Video: ২০ কেজির চাবি হাতে মহাকুম্ভে 'চাবিওয়ালা বাবা', ই-রিক্সা চালিয়ে এলেন 'ই-রিক্সা বাবা'ও
Updated: 05 Jan 2025, 08:00 PM IST
Laxmishree Banerjee
মহাকুম্ভ মেলা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, বিশেষ বিশেষ সাধুসন্তের দেখা মিলছে। যেমন উত্তরপ্রদেশের রায়বেরেলির হরিশচন্দ্র বিশ্বকর্মা কবিরা, যিনি চাবি ওয়ালা বাবা নামেও পরিচিত, সঙ্গে ২০ কেজির একটি চাবি নিয়ে মেলায় এসেছেন। তিনি এটিকে বলেন ‘রাম নাম কি চাবি’। আবার 'ই-রিকশা বাবা' হিসাবে খ্যাত মহন্ত ওম, থ্রি-হুইলারে চড়ে দিল্লি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পৌঁছেছেন। জানিয়েছেন, দিল্লি থেকে প্রয়াগরাজ আসতে তাঁর ১২ থেকে ১৩ দিন সময় লেগেছে। উল্লেখ্য, ২০২৫ সালের মহাকুম্ভ মেলা ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে৷