Updated: 03 Aug 2024, 06:00 PM IST
Sayani Rana
উত্তর কলকাতার পাতিপুকুর রেলওয়ে আন্ডার পাশে রাতভর বৃষ্টিতে জল জমে বন্ধ কলকাতা মুখী রাস্তা। ফলে কলকাতা থেকে যে রাস্তা গুলি উত্তর ২৪ পরগনা, লেকটাউন অঞ্চলের দিকে যাচ্ছে সেখান থেকেই চলছে দুদিকের যানবাহন। শনিবারের সকালে ব্যস্ততম সময়ে। অন্যদিকে হলদিরাম এবং এয়ারপোর্ট যাওয়া এবং এয়ারপোর্ট থেকে বাগুইহাটি যাওয়ার পথেও ভি আই পি রোড জলমগ্ন, হাঁটু সমান জল ভিআইপি রোডের ওপরে। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।