Updated: 14 Nov 2024, 08:30 PM IST
Laxmishree Banerjee
কয়েকদিন ধরে কলকাতা পুরসভায় সাপের উপদ্রব বেড়েছে। ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরের পর, এবার কাউন্সিলর ক্লাবের বারান্দায় উঠল দারাশ সাপ। হুক, ব্যাগ নিয়ে সাপ খুঁজতে এসে সাপের দেখা পাননি বন দফতরের কর্মীরা। কলকাতা পুরসভার সদর দফতরে সাপ বেরোনোয় অবশ্য নড়েচড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই, আতঙ্ক সৃষ্টি হয়েছে কলকাতা পৌর সংস্থার কর্মীদের মধ্যে।