ওমিক্রন ত্রাসের মাঝে কোন বার্তা কুণাল সরকারের ?
Updated: 04 Jan 2022, 11:20 PM IST' মানুষ অসাবধান হলে চলবে না। তাহলে হাকের বাইরে চলে যাবে।' এদিন এই বার্তা দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার। রাজ্যে করোনা পরিস্থিতি যখন ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে চলে যাচ্ছে, তখন এই বিশিষ্ট চিকিৎসকের পক্ষ থেকে এল সাবধান বাণী। এদিন তিনি সাফ জানান, মাস্ক ব্যবহার না করলে কোভিডের তৃতীয় স্রোত রোখা মুশকিল।