বাংলা নিউজ > দেখতেই হবে > চোখের নিমেষে ধসে পড়ে গেল পার্বত্য উপত্যকার একাংশ! ভয়াবহ দৃশ্য রুদ্রপ্রয়াগে

চোখের নিমেষে ধসে পড়ে গেল পার্বত্য উপত্যকার একাংশ! ভয়াবহ দৃশ্য রুদ্রপ্রয়াগে

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এদিন সকালে ভয়াবহ ধসের ঘট... more

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এদিন সকালে ভয়াবহ ধসের ঘটনা ঘটে। রুদ্রপ্রয়াগের সারি গ্রামের ঝালি মঠে এই ধসের ঘটনা ঘটে গিয়েছে। মুহূর্তে সেখানে চলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার অভিযানের প্রক্রিয়া।