বাংলা নিউজ > দেখতেই হবে > Leopard attack Video: আচমকা রাস্তায় লেপার্ড এসে ঝাঁপিয়ে পড়ল ব্যক্তির ওপর! মাইসুরুতে হাড়হিম করা কাণ্ড

Leopard attack Video: আচমকা রাস্তায় লেপার্ড এসে ঝাঁপিয়ে পড়ল ব্যক্তির ওপর! মাইসুরুতে হাড়হিম করা কাণ্ড

এই ছবি কর্ণাটকের মাইসুরুর। সেখানে কনক নগর এলাকায় ঘন বসতিপূর্ণ জায়গায় ঢুকে পড়ে লেপার্ড। আশপাশের বাড়িতে তখন ত্রাস। অনেকেই লেপার্ডকে দেখে তাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে, বলে ভিডিয়োয় দেখা যায়। এরপরই লেপার্ড রাস্তায় একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে ধাক্কা দিয়েই তীব্র গতিতে সে এগিয়ে যেতে থাকে। ততক্ষণে এলাকায় তীব্র চিৎকার চেঁচামিচি। এরপর বনদফতরের কর্মীরা এসে লেপার্ডকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, লেপার্ডের হামলায় মাইসুরুতে ২ জন সামান্য আহত হয়েছেন।