Video: বাড়ির ভিতরে ঢুকে পোষ্য কুকুরকে তুলে নিয়ে গেল লেপার্ড! হাড়হিম করা কাণ্ড উটিতে
Updated: 05 Nov 2022, 11:02 PM ISTএই ছবি তামিলনাড়ুর উটির। সেখানের মনোরম পরিবেশ ও আবহাওয়ার ছবি অনেকেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। উটির স্নিগ্ধ সবুজে হারিয়ে যেতে সেখানে অনেকেই ছুটি কাটাতে যান সেখানে। তবে, এমন দৃশ্য আতঙ্ক তৈরি করতে বাধ্য! এই ছবি উটির। সেখানে একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে লেপার্ড। বাড়ির ভিতর থেকে টেনে নিয়ে যায় পোষ্য কুকুরটিকে। বাড়ির লোকজন পোষ্যকে খুঁজে না পেয়ে সিসিটিভি দেখতেই এই হাড়হিম করা ছবি সামনে আসে। জানা গিয়েছে, এক দোতলা বাড়িতে এমন ঘটনা ঘটেছে।