Updated: 22 Jun 2023, 04:22 PM IST
লেখক Sritama Mitra
মার্কিন সফরে পা রেখেছেন নরেন্দ্র মোদী। আর সেখানে গিয়ে পর পর কর্মসূচিতে তিনি রয়েছেন। এরই মাঝে সদ্য মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন মোদী। এদিন, উইলিয়ম বাটলর ইয়টসের অনুবাদ করা উপনিষদ, মোদী উফহার দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে। এছাড়াও কলকাতার স্বর্ণকারদের তৈরি রূপার গণেশ, চন্দন কাঠের বাক্স দেওয়া হয়েছে উপহারে। জো বাইডেনের পত্নীকে দেওয়া হয়েছে সবুজ হিরে।