কর্নাটকের পর এবার কি মধ্যপ্রদেশে ফুটবে পদ্ম? এমনটা... more
কর্নাটকের পর এবার কি মধ্যপ্রদেশে ফুটবে পদ্ম? এমনটাই ইঙ্গিত মিলছে, এতেই চিন্তিত কংগ্রেস। মধ্যপ্রদেশ উচ্চশিক্ষামন্ত্রী জিতু পাটওয়ারি জানিয়েছেন যে আট বিধায়ককে জোর করে আটকে রেখেছে বিজেপি। বর্তমানে এই বিধায়করা গুরুগ্রামের হোটেলে আছেন। এরা কংগ্রেস নেতৃত্বের ওপর অখুশি বলে জানা যাচ্ছে। এর আগে দিগ্বিজয় সিং অভিযোগ করেছিলেন যে বিধায়কদের দল বদল করার জন্য ২৫ লক্ষ টাকা করে দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২৩০ আসনের বিধানসভায় কংগ্রেসের ১১৩ আসন আছে। বিজেপির আছে ১০৭ আসন। চারজন নির্দল, দুজন বিএসপি ও একজন সপার বিধায়কের সমর্থনে চলছে কমনলাথের সরকার।