বাংলা নিউজ >
দেখতেই হবে >
Madhya Pradesh: শহিদ স্মরণে মশাল নিয়ে মিছিলে ভয়াবহ অগ্নিকাণ্ড! MPতে চাঞ্চল্য
Updated: 29 Nov 2024, 08:30 PM IST
Sritama Mitra
এই দৃশ্য মধ্যপ্রদেশের খান্ডওয়ার। সেখানে সদ্য এই ঘটনা ঘটে। খান্ডওয়াতে চলছিল ২৬/১১র শহিদ স্মরণে একটি মিছিল। এই মিছিল ছিল মশাল হাতে। আর সেই মশাল মিছিলেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। মুহূর্তে অগ্নিকাণ্ডের জেরে অনেকেই আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ জন আহতের মধ্যে ১৮ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।