Video: স্টেজে চলছিল 'ম্যায় হুঁ ডন' গান, বিধায়ক উঠে এসে চালালেন শূন্যে গুলি! খবরে সুনীল সরফ
Updated: 02 Jan 2023, 11:14 PM ISTফের একবার খবরে কংগ্রেস বিধায়ক সুনীল সরফ। মধ্যপ্রদেশের এই বিধায়ককে এক অনুষ্ঠানের স্টেজে দেখা যায় বন্দুক হাতে। সেখানে গানের তালে নাচতে গিয়ে হাতে বন্দুক নিয়ে স্টেজে ওঠেন তিনি। শূন্যে চালিয়ে দেন গুলি! গোটা ঘটনার দৃশ্য ভিডিয়ো বন্দি হয়েছে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। মধ্যপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে এই ঘটনার অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভিডিয়োয় দেখা যাচ্ছে বিধায়ক সুনীল সরফ চারজনের সঙ্গে স্টেজে উঠে নেচে যাচ্ছেন। এদিকে, তখন স্টেজে শিল্পী গান গাইছেন। শিল্পীর কণ্ঠে তখন 'ম্যায় হু ডন' গান। আর সেই সময়ই ওই গুলি চালানোর ঘটনা ঘটেছে।