Updated: 03 Jun 2022, 06:33 PM IST
লেখক Sritama Mitra
পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল ঘাটাল বিদ্যাসাগর হাই... more
পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র। মাধ্যমিকে এই বছর দ্বিতীয় স্থানের অধিকারী রৌনক। তাঁর পড়াশোনা থেকে খেলাধুলোর প্রতি আগ্রহ আগাগোড়া। বাবা তাপস কুমার মন্ডল স্কুল শিক্ষক। পড়াশোনার বাইরে ছবি আঁকা থেকে ফুটবল নিয়ে ব্যাপক আগ্রহ এই মেধাবী ছাত্রের। কীভাবে পড়াশোনা চলত, রুটিনই বা কী ছিল তা নিয়ে অকপটে মুখ খুললেন মাধ্যমিকের দ্বিতীয় স্থানাধিকারী রৌনক মণ্ডল।