Madhyamik Video: ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পরের বছরের পরীক্ষা কবে?
Updated: 19 May 2023, 04:06 PM ISTপরীক্ষার ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৩ মাধ্যমিকের ফলাফল। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন সকাল দশটায় সাংবাদিক সম্মেলন করে জানান ফলাফল। এরপর ১২ টা নাগাদ পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে আসে ফলাফল। চলতি বছর ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত হয়েছিল মাধ্যমিক। চলতি বছরের পরীক্ষায় প্রথম হয়েছেন ১ জন। দ্বিতীয় স্থানে ২ জন। তৃতীয় স্থানে ৬ জন। চতুর্থ স্থানে ৭ জন। পঞ্চম স্থানে ৯ জন। ষষ্ঠস্থানে ১১ জন। সপ্তম স্থানে রয়েছেন ১৮ জন। মেধা তালিকার কিছু নাম একনজরে। এদিকে, এবারেও জেলার জয়জয়কার ফলাফলে। এবারও মাধ্যমিকে ভালো রেজাল্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। জেলার মোট ১৩ জন র্যাঙ্ক করেছে তারমধ্যে ১২ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া।