বাংলা নিউজ > দেখতেই হবে > মাধ্যমিক: প্রথম দেবদত্তা কী বললেন? দ্বিতীয় শুভমের পছন্দ ধোনি, তৃতীয় সারোয়ার রোনাল্ডোর ফ্যান

মাধ্যমিক: প্রথম দেবদত্তা কী বললেন? দ্বিতীয় শুভমের পছন্দ ধোনি, তৃতীয় সারোয়ার রোনাল্ডোর ফ্যান

পরীক্ষার ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৩ মাধ্যমিকের ফলাফল। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন। এবারের মাধ্যমিকে ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সম্ভাব্য দেবদত্তা মাঝি। কাটোয়ার দেবদত্তা মাঝি দুর্গাদাসী চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। শুনে নেব তাঁর প্রতিক্রিয়া। বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র শুভম পাল সম্ভাব্য দ্বিতীয়। ধোনির ভক্ত শুভম এই সাফল্য নিয়ে কী বলছেন শুনে নেব। দ্বিতীয় শুভমের প্রিয় খেলোয়াড় যখন ধোনি, তখন তৃতীয় মহম্মদ সারোয়ার ইমতিয়াজের প্রিয় রোনাল্ডো। ২০২৩ মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য তৃতীয়ের স্থানে মহম্মদ সারোয়ার ইমতিয়াজ। মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের এই কৃতী ছাত্র সাফল্য নিয়ে কী বলছেন দেখে নেওয়া যাক।