Updated: 03 Jun 2022, 06:27 PM IST
লেখক Sritama Mitra
বাবা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। আর তাঁর একমাত্... more
বাবা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। আর তাঁর একমাত্র ছেলে রৌনক চান চিকিৎসক হতে। ২০২২ সালে মাধ্যমিকে যুগ্ম প্রথমস্থানাধিকারী রৌনক মণ্ডল স্বভাবতই উচ্ছ্বসিত ফলাফলে। ছোট থেকেই স্কুলের মেধাবী ছাত্র রৌনক। পূর্ব বর্ধমান শহরের গোলাহাট এলাকায় রৌনকদের বাড়িতে আজ সকাল থেকেই ভিড়। তবে সব কিছু ছেড়ে কেন চিকিৎসক হতেই চান রৌনক? উত্তর দিলেন তিনি।