বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'আমার বয়স ৪৯, আরও ৩০ বছর লড়ব', লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর হুঙ্কার মহুয়ার
Updated: 08 Dec 2023, 07:25 PM IST
Sritama Mitra
ক্যাশ ফর কোয়ারি মামলায় এথিক্স কমিটির রিপোর্ট সদ্য পেশ হয়েছে সংসদে। এরপরই মহুয়া মৈত্রের ভবিষ্যৎ কী হবে সাংসদ হিসাবে, তা নিয়ে ছিল জল্পনা। শুক্রবার সেই রিপোর্ট ও কমিটির সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এরপরই ক্ষোভ জাহির করে মহুয়া তোপ দাগেন মোদী সরকারের বিরুদ্ধে। লোকসভার কক্ষ থেকে মহুয়া বেরিয়ে আসতেই তাঁর সঙ্গে বেরিয়ে আসেন INDI জোটের বাকিরা। তারপরই মহুয়া ক্ষোভ উগরে দেন। মহুয়া বলেন,'আমার বয়স ৪৯, আরও ৩০ বছর লড়ব'।