বাংলা নিউজ >
দেখতেই হবে >
Shruti-Swarnendu: বিবাহবার্ষিকী শ্রুতিকে চমকপ্রদ উপহার দিলেন স্বর্ণেন্দুর 'ঘটকদিদি'
Updated: 11 Jul 2024, 08:40 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
স্বর্ণেন্দু ও শ্রুতি একে অপরকে কী উপহার দিয়েছেন, সেকথা অবশ্য গোপনই রেখেছিলেন অভিনেত্রী। তবে প্রিয়জনদের সঙ্গে বিবাহ-বার্ষিকী উদযাপনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রুতি। সঙ্গে দিয়েছে কিছু উপহারের ছবি। তারই মধ্যে অভিনেত্রী রিতু পাইনের দেওয়া বিশেষ উপহার নজর কেড়েছে। 'মালাবদল' অভিনেত্রী ঋতু পাইন তাঁকে একটা সুন্দর গণেশের শো-পিস উপহার দিয়েছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে শ্রুতি বাক্স খুলতেই একাধিক পোজে রয়েছে একাধিক গণেশ। তবে সবকটি একই ফ্রেমে রয়েছে। খুব সম্ভবত সেটি রূপোর বলেই মনে হচ্ছে। এই উপহারটি সত্যিই মুগ্ধ করার মতোই বটে। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en