বাংলা নিউজ >
দেখতেই হবে >
Malda Video: জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে তপ্ত মালদা! বিদ্যুৎ বিভ্রাট ঘিরে অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র মানিকচক
Updated: 18 Jul 2024, 11:19 PM IST
Sritama Mitra
বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে প্রতিবাদ-অবরোধ শেষমেশ পুলিশ-জনতা খণ্ডযুদ্ধের রূপ নেয় মালদায়। মালদার মানিকচকে দুইপক্ষের সংঘর্ষে একাধিক আহতের খবর এসেছে। বৃহস্পতিবার সকালে মালদা মানিকচকের রাজ্য সড়কের সাত জায়গায় পথ অবরোধ হয়। আর সেই অবরোধ তুলতে গিয়ে বেশ বেগ পেতে হয় পুলিশকে। মুহূর্তে পরিস্থিতি তপ্ত হয়। সংঘাতের ছবি দেখা যায়। ঘটনায় দুইপক্ষেরই অনেকে আহত হয়েছেন। পুলিশ এই নিয়ে মুখ খুলেছে। মুখ খুলেছেন এক আহতও।